| About Us

Gift Cards Zone BD একটি নির্ভরযোগ্য ই-কমার্স প্ল্যাটফর্ম, যা ২০১৯ সাল থেকে ডিজিটাল পণ্য ও ভার্চুয়াল সার্ভিস প্রদান করে আসছে। কয়েকটি ডিজিটাল লাইসেন্স কোড দিয়ে আমাদের যাত্রা শুরু হলেও, এখন আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন গন্তব্য হয়ে উঠেছি, যেখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের লাইসেন্স কি, সাবস্ক্রিপশন ও অন্যান্য ডিজিটাল সার্ভিস

 

আমরা নিরলস প্রচেষ্টা ও সৎ মানসিকতা নিয়ে বাংলাদেশের মানুষের জন্য ডিজিটাল কেনাকাটাকে সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজ পর্যন্ত আমরা ৩০,০০০-এরও বেশি সফল অর্ডার সম্পন্ন করেছি, যা আমাদের প্রতি গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন।আমাদের সকল সেবা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক, কোনো অফলাইন দোকান নেই। তাই আমাদের সব পণ্যই ভার্চুয়াল মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং ঝামেলামুক্তভাবে সরবরাহ করা হয়।

 

আমাদের প্রতিশ্রুতি:

  • অরিজিনাল ও জেনুইন ডিজিটাল পণ্য সাশ্রয়ী দামে প্রদান করা

  • SSLCommerz ও bKash Merchant-এর মতো বিশ্বস্ত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদ লেনদেন নিশ্চিত করা

  • তাৎক্ষণিক সাপোর্ট ও ব্যবহারকারী-বান্ধব সেবা প্রদান করা

  • বাংলাদেশে নিরাপদ ও ডিজিটাল কেনাকাটার সংস্কৃতি ছড়িয়ে দেওয়া

আমাদের ভিশন হচ্ছে — বাংলাদেশে একটি ডিজিটালি সচেতন ও আত্মনির্ভর সমাজ গড়ে তোলা, যেখানে প্রত্যেকে সহজেই নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে ডিজিটাল সেবা উপভোগ করতে পারে।আপনাদের সহযোগিতা ও নিয়মিত মতামতের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নিজেদের আপডেট করছি — যেন আপনাদের জন্য আরও সহজ, নির্ভরযোগ্য ও সুবিধাজনক একটি ডিজিটাল মার্কেটপ্লেস তৈরি করতে পারি।

 

 

Gift Cards Zone BD is a trusted e-commerce platform that has been delivering digital products and virtual services since 2019. From humble beginnings with just a few digital license codes, we’ve grown into a leading online destination for a wide range of license keys, subscriptions, and other digital services.Driven by passion and consistency, we aim to simplify the digital shopping experience for customers across Bangladesh. With a focus on instant delivery, transparent pricing, and reliable service, we have completed over 30,000 successful orders — earning the trust of thousands of satisfied customers.

 

We operate 100% online, allowing us to serve users efficiently and securely without the need for a physical store. All our products are delivered virtually, making the experience fast, safe, and hassle-free.

 

At Gift Cards Zone BD, we are committed to:

  • Providing genuine digital products at competitive prices

  • Ensuring secure payments through trusted partners like SSLCommerz and bKash Merchant

  • Offering instant support and customer-first service

  • Promoting the use of digital services and secure online transactions across the country

Our vision is to empower the people of Bangladesh by making digital products more accessible, affordable, and reliable. We want to help build a digitally aware and self-reliant Bangladesh where everyone can enjoy the benefits of the digital age with confidence and convenience.With your continued support and valuable feedback, we’re constantly working to improve and expand our offerings — to better serve our growing digital community.

 

 

Gift Cards Zone BD © 2019 - 2025